• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন উনের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মে ২০১৮, ১৮:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এবার ঐতিহাসিক বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর সঙ্গে সাক্ষাত করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিনিধি কিম ইয়ং চোল। বুধবার চীন থেকে নিউ ইয়র্কে উড়ে গিয়ে তিনি পম্পেও এর সঙ্গে এক নৈশভোজে অংশ নেন। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় জাতিসংঘের মূল কার্যালয়ের পাশে একটি ভবনে সাক্ষাত হয় চোল ও পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবারও এই দুই প্রতিনিধি আবারও একসাথে মিলিত হবেন। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : পাকিস্তানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশঙ্কা
--------------------------------------------------------

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের একটি টিম উত্তর কোরিয়া গিয়েছিল।গত রোববার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই টুইটে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একদল কর্মকর্তা এরই মধ্যে পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। কিমের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক করতেই মার্কিন ওই কূটনীতিক দল পিয়ংইয়ং সফরে গেছেন।

উত্তর কোরিয়ার প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মনে করি উত্তর কোরিয়া একদিন বৃহৎ অর্থনৈতিক সমৃদ্ধ জাতিতে পরিণত হবে।কিমও আমার সঙ্গে এ বিষয়ে একমত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে উনের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে তাদের এই সাক্ষাতকে অনেক গুরুত্বের সঙ্গেই দেখছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
গাজার পরিস্থিতি ‘একেবারেই অগ্রহণযোগ্য’ : ব্লিঙ্কেন
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh