• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাহস থাকলে ১৫ মিনিট বিতর্কে অংশগ্রহণ করুন, মোদিকে রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ২৩:১১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১৫-মিনিটের বিতর্কে আমন্ত্রণ জানালেন দেশটির কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার দিল্লির তালকোতরা স্টেডিয়ামে এক সমাবেশে তিনি এ আমন্ত্রণ জানান। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দবাজার।

মোদিকে উদ্দেশ করে রাহুল গান্ধী বলেন, সংসদে আমার মুখোমুখি হতে পারবেন না প্রধানমন্ত্রী। সাহস থাকলে অন্তত ১৫ মিনিট বিতর্কে অংশ নিন।

কংগ্রেস সভাপতির অভিযোগ, দেশে যতই আগুন লাগুক, মেয়েরা ধর্ষিতা হোক কিংবা সংখ্যালঘুদের অধিকার বিপন্ন হোক না কেন, মোদি কেবল আবার প্রধানমন্ত্রীর হওয়ার চিন্তায় ব্যস্ত।

সোমবার থেকে দেশ জুড়ে ‘সংবিধান বাঁচাও’ আন্দোলন শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

নারী সুরক্ষা, দলিতদের অধিকার, দেশের সাংবিধানিক পরিকাঠামোসহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধী।

--------------------------------------------------------
আরও পড়ুন : অতীতের মতো সব সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত: মোদি
--------------------------------------------------------

তিনি বলেন, মোদি সরকারের আমলে দেশে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। সংবিধানকে উপেক্ষা করাই শুধু নয়, পূর্ববর্তী সরকারগুলোর কাজকেও সচেতনভাবে অস্বীকার করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে মোদিকে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী বলেন, লোকসভা ভোটে আবার দেশবাসীকে নতুন নতুন প্রতিশ্রুতির কথা শোনাবেন মোদি।

তিনি আরও বলেন, দেশের সব সমস্যার সমাধান করতে পারে একমাত্র কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে মানুষই মোদিকে ‘মন কি বাত’ শোনাবেন।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
রোহিঙ্গাদের জন্য স্থানীয় জনগণই এখন সংখ্যালঘু : প্রধানমন্ত্রী
সংখ্যালঘু সম্প্রদায় ও জলবায়ু নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
আওয়ামী লীগ মন্দের ভালো : শাহরিয়ার কবির
X
Fresh