• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অতীতের মতো সব সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত: মোদি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ২২:৪১

অতীতের মতো সব সময় বাংলাদেশের দুঃসময়ে ভারত পাশে থাকবে। এছাড়া আঞ্চলিক অন্য সকল সমস্যার মতো তিস্তার সমস্যাও অচিরেই সমাধান করা হবে। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।খবর বাসস।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পাঁচ সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মোদি । এসময় ভারতের প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিট তাদের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদলের অন্য ৪ সদস্য হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে ভারত সফর করছে।

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
--------------------------------------------------------

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভারত শিগগিরি উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

৫ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে একান্তে আলোচনার পর নরেন্দ্র মোদি প্রতিনিধিদলের অন্য সকল সদস্যের সাথে কুশল বিনিময় করেন। এসময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সোমবার সকালে সেতুমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল ভারতের লোকসভা পরিদর্শন করে।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
X
Fresh