• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের হুমকির পর ১১ যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল ২০১৮, ০৯:০৯

সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্ভাব্য হামলা মোকাবেলায় ভূমধ্যসাগরে ১১টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রস্তুত থাকো রাশিয়া’ এমন টুইটের পর ভূমধ্যসাগরে সিরিয়ার তারতাস বন্দরে মোতায়েন থাকা রাশিয়ার নৌবহর থেকে এ ১১টি যুদ্ধজাহাজ এরইমধ্যে বন্দর ছেড়েছে। ইসরাইলের স্যাটেলাইট অপারেটর প্রতিষ্ঠান আইএসআই ১২ এপ্রিল বৃহস্পতিবার এ সম্পর্কিত কিছু ছবি প্রকাশ করেছে। খবর ফক্সনিউজ, ডেইলি স্টার ইউকে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সিরিয়ায় হামলায় বিকল্প ভাবছে ট্রাম্প
--------------------------------------------------------

১১ এপ্রিল বুধবার বিকেল ৪ টা ৫৭ মিনিটে ট্রাম্প তার টুইট বার্তায় জানান, সিরিয়ার দিকে যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অঙ্গীকার করেছে রাশিয়া। তাহলে এবার প্রস্তুত থাকো। সিরিয়ার দিকে মিসাইল ধেয়ে আসছে। গ্যাস দিয়ে মানুষ হত্যা করা ‘জন্তুর’ সঙ্গে বন্ধুত্ব করা উচিত হয়নি তোমার।’

উল্লেখ্য, এর আগে ১০ এপ্রিল মঙ্গলবার আল-মানার টিভিকে দেয়া সাক্ষাতকারে লেবাননে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার জাসিপকিন বলেন, ‘সিরিয়ায় যদি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমরা ভূপাতিত করব। এমনকি যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানেও যথাযথ জবাব দেবো আমরা।’

এবার সবশেষ বুধবারের টুইটে ট্রাম্পের হুমকির পর রাশিয়ার নৌবহর থেকে এ ১১টি যুদ্ধজাহাজ বন্দর ছেড়েছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
মুখ খুলল রাশিয়া
X
Fresh