• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় হামলায় বিকল্প ভাবছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল ২০১৮, ১১:১৩

বুধবার টুইটে সিরিয়ায় হামলা ইস্যুতে রাশিয়াকে প্রস্তুত থাকতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওই হামলার ইস্যুতে সুর নরম করেছেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটন জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমায় কথিত রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিকল্প ভাবছেন ট্রাম্প। খবর বিবিসি, খালিজ টাইমস।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, ‘স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে এ বৈঠকে হামলার সব ধরনের বিকল্প বিষয় নিয়ে আলোচনা হবে।’

--------------------------------------------------------
আরও পড়ুন : বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প
--------------------------------------------------------

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগের অবস্থান থেকে সরে এসে সিরিয়ায় হামলার সময়সীমা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে স্যান্ডার্স বলেন, ‘নিষ্পত্তি করার মতো অনেকগুলো বিকল্প প্রেসিডেন্টের কাছে আছে। আমরা এখনও কোনো পরিকল্পনা গ্রহণ করিনি।’

বৃহস্পতিবার সকালে ট্রাম্প এক টুইট বার্তায় জানান, ‘সিরিয়ায় কখন হামলা হবে তা কখনওই বলিনি। শিগগিরই হতে পারে অথবা অতি শিগগিরই নাও হতে পারে।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস জানিয়েছেন, রাসায়নিক হামলার বিষয়টি এখনও পরীক্ষা করে দেখছে যুক্তরাষ্ট্র। তিনি জানিয়েছেন, যদি ট্রাম্প সিদ্ধান্ত নেন তাহলে হামলা চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত।

এই মুহূর্তে সিরিয়া সংলগ্ন ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস ডোনাল্ড কুক মোতায়েন আছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
ফের ভোটের লড়াইয়ে উপস্থিত ট্রাম্প ও বাইডেন!
সাবেক কর্মীর কাছে হারলেন ট্রাম্প
X
Fresh