• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মায়ের পাশ থেকেই ঘুমন্ত শিশুকে ছিনিয়ে নিল বানর

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ এপ্রিল ২০১৮, ১১:২২

মায়ের পাশ থেকে ১৬ দিন বয়সী এক ঘুমন্ত শিশুকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একটি বানর। পরে ওই শিশুটির মৃতদেহ পাওয়া গেছে একটি কূপের ভেতরে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ (শনিবার) ভারতের উড়িষ্যা রাজ্যের একটি গ্রামে। খবর চ্যানেল নিউজ এশিয়া।

শিশুটির মায়ের চোখের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে।কিন্তু তিনি তার সন্তানকে ওই বানরের হাত থেকে উদ্ধার করতে পারেননি। বানরের হাতে ছিনতাই হওয়ার একদিন পর ১ এপ্রিল (রোববার) রাতে বাড়ির পেছনে একটি কূপের ভেতরে শিশুটির মরদেহ খুঁজে পান তাদেরই একজন আত্মীয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : যুক্তরাজ্য আগুন নিয়ে খেলছে: রাশিয়া
----------------------------------------------

পুলিশের এক কর্মকর্তারা বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। যদিও বিভিন্ন সময়ে বানরকে বাড়িঘর নষ্ট করতে দেখা গেছে। কিন্তু বানরকে কখনও শিশুদেরকে সাধারণত এভাবে নিয়ে যেতে দেখা যায় না।

তিনি আরও বলেন, ‘সাধারণত দেখা যায় যে খাবারের জন্যে বানররা মানুষের উপর আক্রমণ করছে কিংবা বাড়িঘরের ভেতরে ঢুকে পড়ছে। কিন্তু একটি বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম।’

চিকিৎসক বলেন, শিশুটির দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। মনে হয় ডুবে গিয়েই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের অনেকেই বলছেন, নিয়ে যাবার সময় হয়তো শিশুটি বানরের হাত থেকে কূপে পড়ে গেছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় শিশুর মৃত্যু
একা পেয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, কারাগারে মাদরাসা সুপার
শিশুর জীবন বাঁচাতে যা করলেন অভিনেতা সোনু
শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
X
Fresh