• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ইরানে সুফিদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৭

ইরানে বিক্ষোভকারী সুফি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত তিন পুলিশ সদস্য।

সোমবার বিকেলে রাজধানী তেহরানের উত্তর অংশের একটি থানার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে চলন্ত একটি সাদা বাস পুলিশের ওপর উঠে যেতে দেখা গেছে। এর পরই পুলিশকে লাঠিপেটা শুরু করে।

বাসচালকও সুফি সম্প্রদায়ের লোক ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর চালক ও ৯ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

টুইটারে পাওয়া অন্য এক ভিডিওতে কিছু আন্দোলনকারীকে রাস্তার মাঝ বরাবর বিক্ষোভ করতে দেখা গেছে। বাকিরা রাস্তাতেই বসেছিলেন, হাতে ছিল আটক সুফির আলোকচিত্র। এ সময় তারা আল্লাহু আকবর বলে স্লোগান দিচ্ছিলেন।

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস জানায়, গত কয়েক মাসে বেশ কয়েকজন সুফি সদস্য পুলিশের হাতে আটক হয়েছেন।

আরও পড়ুন:

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
তেহরানে সাময়িকভাবে বিমান বন্ধ করল লুফৎহানসা
X
Fresh