• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

‘বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৮, ১২:২৫
মাতাল-এর জুটি সাইমন-অধরা। ছবি- আরটিভি অনলাইন

‘‘আমি দর্শকের জন্য ছবি নির্মাণ করি। সব সময় চাই দর্শক হলে এসে গল্প উপভোগ করুক। সেকারণে আমি গণমাধ্যমে ছবির গল্প নিয়ে কখনোই কথা বলি না। তবে এইটুকু বলতে চাই গল্পের সঙ্গে মিল রেখেই ‘মাতাল’ নামটি রাখা হয়েছে। সম্পূর্ণ বাণিজ্যিক ধারার এই ছবিটি দর্শকের জন্য বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ।’’ কথাগুলো বলছিলেন ড্যাশিং ডিরেক্টর খ্যাত শাহীন সুমন।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্ট-এ ‘মাতাল’ ছবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাহীন সুমন। আগামী ২৬ অক্টোবর সারাদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘মাতাল’ ছবিটি।

অ্যাকশন, রোমান্টিক ঘরানার ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা অধরা খান ও সাইমন সাদিক।

সিনেমায় সাইমন-অধরা ছাড়া আরও একটি জুটি রয়েছেন। তারা হলেন- দেশা দ্য লিডার খ্যাত নায়ক শিপন ও অরিন। এছাড়া অভিনয় করেছেন শক্তিমান খলঅভিনেতা মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরীসহ অনেকে।

‘মাতাল’ সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই।

নায়িকা অধরা খান বলেন, ‘‘আমার অভিনীত ‘নায়ক’ ছবিটি গেল শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিটি দর্শকরা পছন্দ করেছেন। তবে আমাকে নায়িকা হিসেবে প্রথম যে ছবির ঘোষণা দেয়া হয়। সেই ছবির নাম ‘মাতাল’। তখন আমার কাছে অবাকই লেগেছে এই নামে আবার কোনও সিনেমা হতে পারে নাকি। তবে যখন গল্প শোনার সুযোগ হলো তখন বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শকরাও ছবিটি পছন্দ করবেন। আর হ্যাঁ, ‘মাতাল’র শুটিং শুরু আগেই আমি একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে কাজ করি। সেই ছবিটিও এখন মুক্তির অপেক্ষায়। আর ‘মাতাল’ ছবির প্রযোজক শরীফ চৌধুরীকেও ধন্যবাদ। কারণ একটি ভালো ছবির প্রযোজনার জন্য তিনি এগিয়ে এসেছেন।’’

অনুষ্ঠানে শরীফ চৌধুরী বলেন, ‘‘ইন্ডাস্ট্রির খারাপ সময়ে আমরা যারা ছবি প্রযোজনা করছি রিস্ক নিয়েই কাজটি করছি। চলচ্চিত্রকে ভালোবাসি বলেই কাজটি করে যাচ্ছি। আমার প্রযোজনায় আগেও দুটি ছবি রিলিজ হয়েছে। এর মধ্যে একটি ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। আমার বিশ্বাস সাফল্যের দিক থেকে আগের দুই ছবিকে ছাড়িয়ে যাবে এটি।’’

সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘‘আমরা সবাই সিনেমা হলে গিয়ে ‘মাতাল’ হতে চাই। সবাই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন।’’

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে পুত্রের আজানে উচ্ছ্বসিত নায়ক সাইমন
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
ভারতীয় স্কুলের বাচ্চাদের নাচে-গানে মাতালেন পপতারকা এড শিরান
তারকাশূন্য শিল্পী সমিতির বনভোজন, সদস্যপদ ঘিরে ক্ষোভ
X
Fresh