• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাংবাদিকদের মুখোমুখি ‘দেবী’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৮, ১৩:৫৩
ছবি: সংগৃহীত

প্রথমবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হবে নির্মাতা অনম বিশ্বাসের। প্রথমবার বড় পর্দায় দেখা যাবে শবনম ফারিয়াকে। সব মিলিয়ে ‘দেবী’তে বেশ কিছু চমক থাকছে।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। এ উপলক্ষে সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করেছে ‘দেবী’র প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।

এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া ছবিটির অভিনয় শিল্পী এবং কলাকুশলীরা উপস্থিত থাকবেন। ‘দেবী’ ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

এছাড়া রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

জয়া আহসান জানান, আগামী ১৯ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবী’। এরপর দেশের বাইরে আগামী ১০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী হবে।

অস্ট্রেলিয়ার সিডনির অবার্নের রিডিং সিনেমায় ১০ নভেম্বর বেলা তিনটায় এবং ১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দেবী’। এরপর ১৭ নভেম্বর সিডনির ইস্ট গার্ডেনে সন্ধ্যা ৬টায় এবং পার্থের ক্যারোসেলের হোয়াটস সিনেমা হলে বেলা ৩টায়, ১৮ নভেম্বর অ্যাডিলেডের ওয়ালিস সিনেমায় সন্ধ্যা ৬টায় দেখা যাবে ‘দেবী’ ছবিটি।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শ্যামাকাব্য’ সিনেমা নিয়ে যা বললেন জয়া
মাত্র ৩২ হাজার টাকা খরচ করলেই থাকা যাবে শ্রীদেবীর বাড়িতে!
হঠাৎ এক ফ্রেমে শোবিজের জনপ্রিয় তারকা সুন্দরীরা
শাড়ি ও স্লিভলেস ব্লাউজে নজরকাড়া জয়া
X
Fresh