• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

বাবা-মা’কে নিয়ে চঞ্চলের আবেগঘন স্ট্যাটাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:২২
বাবা-মা’র সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

বাবা-মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক সেটি হয়তো পৃথিবীর কোনও আবেগের বাটখাড়াতেই পরিমাপ করা সম্ভব নয়। ভালোবাসার অপর নাম বাবা-মা, আবেগের অপর নাম বাবা-মা।

সন্তান দেশের জনপ্রিয় তারকা হলেও বাবা-মায়ের কাছে সেই ছোট্ট সোনামানিক হয়েই যেন থাকেন। সন্তানের কাছেও বাবা-মা মানেই ভালোবাসা-আবেগের সুতোয় জড়িয়ে থাকা এক মধুর সম্পর্ক।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী গতকাল তার বাবা-মা’র সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লিখেছেন আবেগঘন এক স্ট্যাটাস। সেখানে বাবা-মা’র প্রতি চঞ্চলের আবেগ এবং ভালোবাসাই যেন প্রকাশ পেয়েছে।

চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লিখেছেন- ‘এভাবে মা-বাবাকে খুব বেশি জড়িয়ে ধরা হয় না। অনেক বড় হয়ে গেছি না। লজ্জা লাগে এখন। যখনই কাছে বসে বাবা-মা’কে একটু ছুঁয়ে আদর করি, কেন জানি চোখ দুটো ভিজে যায় আমারও, মায়েরও।’

তিনি আরও লিখেছেন- ‘ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় বুকের ভেতর আগলে রাখি বাকিটা জীবন। বাবা-মায়ের বয়স যত বাড়ছে, ততই অজানা আতঙ্ক আমাকে গ্রাস করছে। দিন দিন শিশুর মতো হয়ে যাচ্ছে দুজন। শুদ্ধ’র (চঞ্চল চৌধুরী ছেলের নাম শুদ্ধ) মতো। আর আমি অনেক বড় হয়ে যাচ্ছি।’

কিছুদিন আগেই চঞ্চলের বাসায় ছিলেন তার বাবা-মা। এ প্রসঙ্গে চঞ্চল লিখেছেন- ‘আমার কাছেই ছিল কয়েকটা দিন। আজ বাসে তুলে দিয়ে চোখের জল ফেলতে ফেলতে রুটিন মাফিক কাজে এসে যোগ দিলাম। কিন্তু বুকের ভেতরটা হু হু করছে। আবার কবে কাছে পাবো তোমাদের? আর কতদিন কাছে পাবো, জানি না।’

উল্লেখ্য, চঞ্চল চৌধুরী বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাধাগোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব জল্পনা-কল্পনার অবসান, শাকিবের ‘তুফান’-এ চঞ্চল
অভিনেতা রুমির মৃত্যুতে ফেসবুক যেন শোক বই
তারকাদের পহেলা বৈশাখ
চঞ্চলের প্রশংসায় মীর আফসার আলী
X
Fresh