• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনের শোকে কান উৎসবে নীরবতা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মে ২০১৮, ১৯:৪৭

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ ডেকেছিল ফিলিস্তিনিরা। সেই বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলি ও আগুন ছুড়ে। এতে নিহত হয়েছেন ৫৫ জন । আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি। ২০১৪ সালের গাজায় যুদ্ধের পর একদিনে ফিলিস্তিনি হতাহতের এটিই সর্বোচ্চ ঘটনা। এই ঘটনার প্রতিবাদে সারা দুনিয়া এখন উত্তাল। সবশেষ ফিলিস্তিনিদের শোকে কান উৎসবে নীরবতা পালন করেছেন চলচ্চিত্র তারকারা। খবর রয়টার্স

ভূ-মধ্যসাগর তীরবর্তী শহরটিতে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। গাজা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে সাধারণ ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে সারা দুনিয়া এখন উত্তাল। ক্ষোভের ঢেউ এসে লেগেছে ফ্রান্সের কান শহরেও। সেখানেই এই নিপীড়নের প্রতিবাদে এক মিনিট নীরব থেকেছে চলচ্চিত্র তারকারা।

--------------------------------------------------------
আরও পড়ুন :আরটিভিতে বিশেষ শিশু-কিশোরদের ‘এলো খুশির ঈদ’
--------------------------------------------------------

উৎসবের ভিলেজ ইন্টারন্যাশনালে ফিলিস্তিনের প্যাভিলিয়নের সামনে অনেক পশ্চিমা চলচ্চিত্র তারকা ও সাংবাদিক নীরবতা পালন করেন। দেশটির শোষিত জনগোষ্ঠির প্রতি সহমর্মিতা দেখাতে হাতে হাত রেখে গোল হয়ে দাঁড়ান তারা। এসময় ‘ইউজুয়াল সাসপেক্ট’ তারকা অভিনেতা বেনিকো দেল তোরোও যোগ দিয়ে ইসরায়েলি সেটলমেন্টের বিরোধিতা করেন।

উল্লেখ্য, কান উৎসবে এবারই প্রথম উড়েছে ফিলিস্তিনের পতাকা। সিনেমাতেও দ্রুত উন্নতি করছে দেশটি। ফিলিস্তিনি পরিচালক হানি আবু-আসাদের ‘ওমর’ ছবিটি ২০১৩ সালের অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছিল। ‘গোস্ট হান্টিং’ শিরোনামে ফিলিস্তিনের আরেকটি সিনেমা বার্লিন চলচ্চিত্র উৎসবে জিতেছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চায় চীন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আরও একটি দেশ
X
Fresh