• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে ‘আলগা সিদ্দিক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০১৮, ১২:৫৪

মেধাবী ও ক্ষুরধার প্রতিভার অধিকারী সিদ্দিক। ছোটবেলায় তার একবার টাইফয়েড হয়েছিল। এ কারণে তখন মাথায় টাক পড়ে যায়। এজন্য তাকে প্রতিনিয়ত পড়তে হয় নানা বিড়ম্বনায়। প্রেমিকা চুমকির সাথে পরচুলা পরে একদিন দেখা করতে গেলেন, এসময় পড়তে হয় আরেক বিড়ম্বনায়। খোকন তার পরচুলা নিয়ে দিলো দৌড়।

এদিকে সিদ্দিকের চুলের চিন্তায় খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন তার মা। তবে চুমকির বাবার সাথে সিদ্দিক চ্যালেঞ্জ করে ৩০ দিনে চুল গজানোর। আর এ খবরটা সবাই জেনে যায় খোকন ও কাঞ্চনের মাধ্যমে। তারপরও অব্যাহত থাকে সিদ্দিকের চেষ্টা। কিন্তু লাভ হয় না। তাই চুমকির আব্বা তাকে অপমান করে বের করে দেন।

এমনটা চলতে থাকলে হঠাৎ একদিন পিয়ন এসে খবর দেন যে, আলোপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিদ্দিকের চাকরি হয়েছে। এ খবর শোনার পর চুমকির আব্বা ক্ষমা চাইতে এলে সিদ্দিকের মা তাকে বের করে দেন। এখানেই গল্পের শেষ হয় না। চলতে থাকে।

দয়াল সাহা’র রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় এমন একটি গল্প নিয়েই তৈরি হয়েছে একক নাটক ‘আলগা সিদ্দিক’। অভিনয় করেছেন মীর সাব্বির, প্রসূন আজাদ, রিফাত চৌধুরী প্রমুখ।

আরটিভিতে ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইমের একক নাটক হিসেবে এটি প্রচারিত হবে ১৭ মে, বৃহস্পতিবার রাত ৮টায়।

পিআর/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh