• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

এক নজরে কান চলচ্চিত্র উৎসব

বিনোদোন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৭, ১৯:৪৬

৭০তম কান চলচ্চিত্র উৎসবে বসেছে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং স্রেফ চলচ্চিত্র ভক্তরা। কান চলচ্চিত্র উৎসবে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও।

এবারের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করলেন জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি এবং সমাপনী অনুষ্ঠানের উপস্থাপনাও করবেন তিনি।

এবারের কান চলচ্চিত্র উৎসবের শুরু হয়েছে ফ্রান্সের ছবি ‘ইসমাঈলস গোস্টস’ প্রদর্শনের মধ্যে দিয়ে। ড্রামানির্ভর এ ছবিটি পরিচালনা করেছেন আর্নাউড ডেসপ্লেচিন। এ বছর প্রতিযোগিতা বিভাগে আছে ১৯টি ছবি।

এরমধ্যে একটি ছবি জার্মান পরিচালক ফাতিহ আকিনের ‘ইন দ্য ফেড’। মার্কিন নির্মাতা সোফিয়া কপোলার ‘দ্য বিগাইলড’ ছবিটিও আছে এ বিভাগে। আছে নোয়াহ বোমবাকের ‘দু মায়োরিদজ স্টোরিজ’ (নিউ অ্যান্ড সিলেকটেড)।

পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসব ২০১৭ এর। এটি ৭০ তম আসর। ১৯৪৬ সাল থেকে চলছে এ যাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। সমাপনী অনুষ্ঠানেও উপস্থাপনা করার কথা রয়েছে এ তারকার।

মোনিকা বেলুচ্চি, পেদ্রো আলমোদোভার, লিলি-রোজ ডেপ এবং জেসিকা চ্যাসটেইন।

প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রেসিডেন্ট হিসেবে আছেন পেদ্রো আলমোদোভার। এছাড়াও জুরিবোর্ডে থাকছেন পার্ক চ্যান উক, মারান আডে, ফ্যান বিংবিং, গ্যাব্রিয়েল ইয়াহেদ, উইল স্মিথ, আনিয়েস ঝাউয়ি, জেসিকা চেস্টেইন ও পাওলো সরেন্তিনো।

বিখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপের সঙ্গে অস্কার জয়ী নির্মাতা আজগর ফারহিদি।

বলিউড ও হলিউড তারকা দীপিকা পাডুকোন কানের লাল গালিচায়।

ফেস্টিবেল প্যালেসের পাশে ফ্রেঞ্চ সেনাদের টহল।

অডিটোরিয়ামে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী ফ্রেঞ্চ তারকা মারিওন কোটিলার্ড

আমেরিকান মডেল হেইলে বলডউইন রেড কার্পেটে হাটার সময় হিলজুতো নিজের ব্লু গাউনে আটকে ফেলেন।

‘ইসমাইল’স ঘোস্ট’ সিমেনার স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলিউড-হলিউডের পরিচিত মুখ মালিকা শেরাওয়াত।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh