• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৈকতে ছুরিসহ ৫ ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

  ২৪ আগস্ট ২০১৮, ০৮:৪৬

ছিনতাইয়ের নগদ টাকা ও ছুরিসহ পাঁচ ছিনতাইকারীকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে ঝাউবীথিতে এক পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাইকালে আটক হন তারা। তাদের কাছ থেকে তিনটি ছুরি ও ছিনতাইয়ের তিন হাজার দুইশ’ ৮০ টাকা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন-রাবার বাগান এলাকার মো. আনোয়ার হোসেন রানার ছেলে মো. আরিফ হোসেন (১৮), মেরুংলোয়া গ্রামের আকতার মিয়ার ছেলে মো. ইসমাঈল (১৯), মধ্য মেরুংলোয়া পাড়ার মো. নুরুল হকের ছেলে মো. সেলিম (১৮), চা বাগান গ্রামের মো. শাকিলের ছেলে মো. রোমান (১৮) এবং একই গ্রামের সালামত উল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ(১৮)।
-------------------------------------------------------
আরও পড়ুন : ঈদের ছুটিতে মৌলভীবাজারে বাড়ছে পর্যটকদের ভিড়
-------------------------------------------------------

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে এক পর্যটক দম্পতি শৈবাল পয়েন্ট দিয়ে ফিরছিলেন। সে সময় তাদের পথরোধ করে ছুরির মুখে জিম্মি করে সবকিছু কেড়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। পর্যটক দম্পতি চিৎকার দিলে টহলে থাকা টুরিস্ট পুলিশের সদস্যরা ধাওয়া করে ছিনতাইকারী দলের পাঁচজনকে আটক করে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh