• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২৪, ২৩:৫৮
পাকিস্তনের সড়ক
সংগৃহীত

রোজার এক মাসে পাকিস্তানে ছিনতাই-ডাকাতির মত অপরাধের ঘটনা বেড়েছে। ওই সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় বাধা বা প্রতিরোধের কারণে ১৯ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন ৫৫ জন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করাচিতে ডাকাতির সময় সশস্ত্র ডাকাতদের হাতে ওই ১৯ নাগরিক নিহত হয়েছেন। চলতি বছরেই ডাকাতি সংক্রান্ত প্রাণহানির ঘটনা অনেক বেড়েছে। এ পর্যন্ত ৫৬ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ।

গতবছরের একই সময় পর্যন্ত একই রকমের ঘটনায় ২৫ জন নিহত হন, আহত হন ১১০ জন। ওই বছর ডাকাতি প্রতিরোধ বা বাধা দেওয়ার সময় সশস্ত্র ব্যক্তিদের হাতে প্রাণ যায় ১০৮ জনের, আহত হন ৪৬৯ জন।

অপরদিকে চলতি বছরের এখন পর্যন্ত ডাকাতদের প্রতিরোধে ৪২৫টি গোলাগুলির ঘটনায় যুক্ত হয়েছে করাচির পুলিশ। এসব ঘটনায় ৫৫ ডাকাত নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৩৯ জন।

সিটিজেন-পুলিশ লিয়াজোঁ কমিটির (সিপিএলসি) প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে করাচিতে ২২ হাজার ৬২৭টি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ গেছে ৫৯ জনের, আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি। এছাড়া ৩৭৩টি গাড়ি, ১৫ হাজার ৯৬৮ মোটরসাইকেল ও ৬ হাজার ১০২টি মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি-চুরি
শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি
মৌলভীবাজারে বাড়িতে ডাকাতি, গণপিটুনিতে একজন নিহত
নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার