• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আরিফুল

সিলেট প্রতিনিধি

  ২৮ জুন ২০১৮, ১৩:৪৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে পদ ছাড়লেন মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে শেষ কর্মদিবসে ব্যস্ত সময় পার করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

--------------------------------------------------------
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১১ দিন ধরে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী
--------------------------------------------------------

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন ফাইলপত্রে শেষবারের মতো স্বাক্ষর করেন আরিফুল হক চৌধুরী। তাকে ঘিরে রয়েছে মানুষের ভিড়। কর্মকর্তা-কর্মচারীরাও তাকে ঘিরে ছিলেন উদগ্রীব।

এদিন সকাল থেকে অফিসিয়াল কার্যক্রম শেষ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নগরভবনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দায়িত্বভার হস্তান্তরকালে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মকালীন সময়ে আপনারা অনেক কষ্ট করেছেন। অফিসের নির্ধারিত সময় ব্যতিরেকেও অফিস করেছেন। অনেক সময় অফিস বন্ধ থাকা সত্ত্বেও আপনাদের কষ্ট করতে হয়েছে। চলার পথে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘোড়াঘাটের পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
X
Fresh