• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে আসার সময় ১৯ বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

  ২৮ জুন ২০১৮, ১৩:২৫

ইটভাটায় কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়া ছয় শিশুসহ নারী-পুরুষ মিলে ১৯ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ছয় শিশু বাদে বাকি ১৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় পাসপোর্ট আইনে মামলা করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

আটকরা হলেন ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামের সবুজ আলী, সফিয়া বেগম পূর্বচন্দ্রখানা গ্রামের মোজা আলী, সহিদা বেগম, শাহীন আলী, সাজেদুল হক, মধ্য রাবাইতারী গ্রামের আমিনুল ইসলাম, খাদিজা বেগম, আরফিনা, বেতবাড়ী গ্রামের আম্বিয়া, পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা গ্রামের আ. আলিম, আছমা বেগম ও আল-আমিন।
--------------------------------------------------------
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১১ দিন ধরে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী
--------------------------------------------------------

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর কোম্পানির কমান্ডার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় কাশিপুর বিজিবির কোম্পানির নায়েক সুবেদার মানিক বিজিবির টহল দল নিয়ে বের হয়। ধর্মপুর সীমান্তের ৯৪৩/৩ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে কিছু সংখ্যক নারী-পুরুষ শিশুসহ বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি টহল দল তাদের আটক করে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, সীমান্তে আটকদের বিরুদ্ধে বিজিবি সংশ্লিষ্ট আইনে মামলা দিলে বৃহস্পতিবার সকাল ১১টায় থানা থেকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দালালের মাধ্যমে ভারতের দিল্লির ইটভাটায় কাজের উদ্দেশ্যে বাংলাদেশি কিছু মানুষ প্রতিবছর যান। বর্ষকাল এলে ইটভাটার কাজ বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষ বাংলাদেশে ফিরে আসেন। এবার এ শ্রেণির মানুষজন বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির হাতে আটক হচ্ছেন।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
X
Fresh