• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদক ব্যবসায়ীকে পালিয়ে যেতে সহায়তা করায় ওসি ক্লোজড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২৯ মে ২০১৮, ১৫:৪০

চুয়াডাঙ্গায় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেকে ক্লোজড করা হয়েছে।

গতকাল সোমবার রাতে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।

তিনি জানান, ঘুষ নিয়ে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে ওসি আকরামের বিরুদ্ধে। পরে গতকাল রাতে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) আসহান হাবীব ও ডিআই (ওয়ান) গোলাম মোহাম্মদ। ঘটনা তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাকে মেরে ফেলেন ভাই’
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
X
Fresh