• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

সাতকানিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৮, ১৭:৫০

চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যেই এ তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল হকের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে একজন পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন ছাড়াও জনপ্রতিনিধিকে রাখা হয়েছে। এ তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : চবির শাটল ট্রেন অবরোধ স্থগিত
--------------------------------------------------------

সোমবার দুপুর ১টায় চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে যাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আক্তার জানান, নিহতদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। নিহতদের সাতজনেই নারী। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

কেএসআরএম গ্রুপ প্রতিবছরের মতো এবারও নিজ এলাকার দুস্থ-গরিবদের মধ্যে যাকাত ও ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। আজ সকাল থেকে নলুয়ায় একটি মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। তবে এতে প্রচুর লোক হওয়ায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, এই দুর্ঘটনায় কেএসআরএম কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করবে।

তিনি আরও বলেন, ইফতার সামগ্রী নিতে রোববার রাত থেকেই চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ঘাটিয়াডাঙ্গা গ্রামের হাঙ্গরমুখ মাদ্রাসা মাঠে ভিড় করতে থাকেন অনেক মানুষ। এখানে দুস্থ ও বিধবা নারীর সংখ্যাই ছিল বেশি। সকাল ১০টা নাগাদ হুট করেই ভিড় ও হুড়োহুড়ি বেড়ে যায়।

এসময় অতিরিক্ত ভিড় আর চাপাচাপিতে পায়ের নিচে পড়ে মূলত ১০ জন বয়স্ক নারী মারা যান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি
ঢাবি অধ্যাপকের পিএইচডি জালিয়াতি তদন্তে কমিটি
গাজীপুর মহানগর যুবলীগের ৬ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা
ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত
X
Fresh