• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

‘চট্টগ্রামে যুবলীগ নেতার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, হত্যা’

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৬ মে ২০১৮, ১৬:৪৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা আবুল হাশেম অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিফু বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নূরে আলম মিনা।

তিনি জানান, গ্রেপ্তার জিফু বেগম ওই এলাকারই বাসিন্দা। হাশেমের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। কিন্তু নানাভাবে ‘হয়রানির শিকার’ হয়ে এই যুবলীগ নেতাকে তিনি হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন জিবু বেগম।
জিফু বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাশেমকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ সুপার। তিনি বলেছে, জুসের সঙ্গে তিনি হাশেমকে ঘুমের ওষুধ খাওয়ানোর পরে সিলিন্ডার খুলে দিয়ে আগুন লাগানোর ব্যবস্থা করে ওই বাসা থেকে চলে যান। পরে জিবু বেগম থেকে আবুল হাশেমের মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাহাড়ে এসে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা
--------------------------------------------------------

জিফু বেগম আবুল হাশেমের দূর সম্পর্কের চাচী শাশুড়ি।

রাঙ্গিুনয়া পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের ইছামতি এলাকার একটি বাসা থেকে গত শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল হাশেম বাচার পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
X
Fresh