• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

  ০৯ এপ্রিল ২০১৮, ১৩:০৯

খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দলটির বিপক্ষ গ্রুপের কর্মীরা।

সোমবার সকাল আটটার দিকে উপজেলার আকলিয়া গ্রামের খাবার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম গোলাম মাওলা (৪৫)। তিনি তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কার: বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ
--------------------------------------------------------

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তেরখাদা উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক হিলু মুন্সী এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম মাওলার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

এরই জের ধরে সকালে দুপক্ষের নেতাকর্মীরা খাবার বিল এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতিতেই ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গোলাম মাওলাকে কুপিয়ে জখম করা হয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষে লিপি বেগম (৪৫), সোহেল শেখ (২৫) ও সাবিনা ইয়াসমিন (৪০) নামে আরও তিনজন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ওসি মো. খালেকুজ্জামান।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
X
Fresh