• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নৌকা প্রতীকেই কপাল খুলল বিএনপি নেতার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৮, ০৯:০৫

আগেরবার ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মুরাদ এর কাছে প্রায় দেড় হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন আবুল কালাম। এবার নৌকা প্রতীকেই কপাল খুলল তার। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিনা সুলতানা থেকে ৬১২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

নেত্রকোনার মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম।

বিএনপির কমিটিতে থাকা অবস্থায় ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় তাকে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান।
--------------------------------------------------------
আরও পড়ুন: মৃত্যুর কাছে হার মানলেন হাফিজুরও
--------------------------------------------------------

নৌকা প্রতীকে আবুল কালাম পেয়েছেন চার হাজার ৮৭৮ ভোট। আর ঘোড়া প্রতীকে সামিনা সুলতানা পেয়েছেন চার হাজার ২৬৬ ভোট।

সামিনার স্বামী রফিকুল ইসলাম মুরাদ দুই বছর আগে নৌকা প্রতীক নিয়ে এ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়ে এক হাজার ৬০০ ভোটে হারেন আবুল কালাম।

গত ১৩ জানুয়ারি মুরাদ মারা যাওয়ায় পদটি শূন্য ঘোষণা করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

নিজ দলের প্রার্থীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালামকে দেয়া হয় নৌকা প্রতীক। পরে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
X
Fresh