• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সুইমিংপুল নির্মাণ নিয়ে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৮ এপ্রিল ২০১৭, ১৮:৩৬

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন।

মঙ্গলবার বিকেলে কাজীর দেউড়ি মোড়ে এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছাত্রলীগ আগে থেকেই এ সুইমিংপুল নির্মাণে বাধা দিয়ে আসছিল। গেলো রোববার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ নেতারা। সেখানে সুইমিংপুল নির্মাণ বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে এ ইস্যু নিয়ে বন্দরনগরীর কাজীর দেউরি মোড়ের কাছে ছাত্রলীগ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। এ সময় পুলিশ বাধা দিলে সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, সংঘর্ষে পুলিশসহ বেশকয়েকজন আহত হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোরের ভয়ে পুলিশের মোটরসাইকেলে হাতকড়া
দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন ৯ জুন 
পুলিশসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ
X
Fresh