• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভিসির বাসায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৮, ১৫:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে। তারা ছাত্র কিনা সন্দেহ রয়েছে। হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করার পর অবশ্যই মামলা হবে। এ ধরনের হামলা কখনোই ছাত্র সমাজের হতে পারে না। এখানে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চলন্ত বাসে গণধর্ষণ : ৫ আসামি তিন দিনের রিমান্ডে
--------------------------------------------------------

এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া উপাচার্যের বাসভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ইতিমধ্যে অনেক প্রমাণ সংগ্রহ করেছি। অনেক সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে। দুষ্কৃতকারীরা শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা খোলে নেয়নি, হার্ডডিস্কও নিয়ে গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আরও সিসিটিভি ক্যামেরা আছে। মিডিয়ার ফুটেজ আছে। আমরা নিজেরাও অনেক প্রমাণ পেয়েছি।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিফট কিনতে ফিনল্যান্ডের পথে ঢাবির প্রো-ভিসিসহ ৪ জন
‘দেশেও করা হবে উন্মুক্ত কারাগার’
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
X
Fresh