• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যুগে যুগে আলোকিত যেসব নারী

অধ্যাপক মাহফুজা খানম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৯, ১৯:১০

অধ্যাপক মাহফুজা খানম একজন শিক্ষাবিদ, নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা। পদার্থবিদ্যায় মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৬-৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের(ডাকসু) সহ-সভানেত্রী নির্বাচিত হন।

১৯৬৮ সালে লন্ডন সাসেক্স বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেও তৎকালীন মোনায়েম সরকার তাকে পাসপোর্ট দেয়নি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন তিনি।

যারা অর্থাভাবে সন্তানকে লেখাপড়া করাতে পারতেন না কিংবা ছেলেকে লেখাপড়া শেখালেও মেয়েকে রাখতেন অবহেলিত; তাদের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন মাহফুজা খানম। বাংলাদেশের মানুষের জন্য শিক্ষাব্যবস্থা সহজতর করতে, শিক্ষা বিস্তারের পথকে আরও সুগম করে তুলতে বিভিন্ন স্কুল-কলেজে প্রায় সতেরোটি ট্রাস্ট গঠন করেছেন।

মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখে যুদ্ধাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তিনি। নারীর শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ২০১২ সালে রোকেয়া পদক পেয়েছেন মাহফুজা খানম। বাংলাদেশের শিক্ষাঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্রকে ‘জয়া আলোকিত নারী ২০১৭’ সম্মাননা প্রদান করে আরটিভি।

এম

মন্তব্য করুন

daraz
  • দুরন্ত নারীর গল্প এর পাঠক প্রিয়
X
Fresh