DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

টসে হেরে ফিল্ডিংয়ে সৌম্যরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ আগস্ট ২০১৮, ২১:১৮ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:২২
আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে সৌম্য সরকারের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল।  আনঅফিসিয়ালি এই টি-টোয়েন্টি সিরিজে রয়েছে তিনটি ম্যাচ।

এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ম্যাচ সমতায় শেষ হয়। প্রথম ওয়ানডে ভেসে যায় বৃষ্টিতে। এরপরের ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।  তৃতীয় ম্যাচে জয় পায় আইরিশরা। পরের ম্যাচে বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জয় দিয়ে সিরিজ ড্র করে স্বাগতিক দল।

আজ সোমবার সিরিজের প্রথম ম্যাচে ক্লনটার্ফে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। 

বাংলাদেশ ‘এ’

সৌম্য সরকার (অধিনায়ক), আল আমিন জুনিয়র, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিথুন, সানজামুল ইসলাম, সাইফউদ্দিন, নাইম হাসান, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।

এমআর/এএ

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়