• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

পেরেরার ঘূর্ণিতে গল টেস্ট শেষ আড়াই দিনে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৮, ১৫:০২

টেস্ট ক্রিকেটের এ কী হাল! যেখানেই টেস্ট চলছে সেখান থেকেই দুঃসংবাদ শোনা যাচ্ছে। এন্টিগা, জ্যামাইকা বলেন আর গল বলেন। সবখানেই একই দশা। কোথাও আড়াই দিনে ম্যাচ শেষ তো কোথাও তিন দিনে শেষ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দল এখন শ্রীলংকায়। গলে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল।

টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে দ্বিমুথ করুণারত্নের ১৫৮ রান ছাড়া বাকি দশ ব্যাটসম্যান মেতেছিল আশা যাওয়ার মিছিলে। সব মিলে প্রথম দিনে সব উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে শ্রীলংকা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রান তুলতে পারে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৪৯ রান ছাড়া কুড়ি রানই টপকাতে পারেনি কেউ।

প্রথম ইনিংসের ১৬১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকা পরের ইনিংসে যোগ করে আরও ১৯০ রান। সব মিলে সফরকারীদের সামনে লিড দাঁড়ায় ৩৫১ রান।

স্বাগতিকদের দেয়া পাহাড়সম লিড টপকাতে গিয়ে কোমর সোজা করে দাড়াতেই পারেনি সফরকারীরা। লঙ্কন অফ-স্পিনার দিলরুয়ান পেরেরার বলে দিশেহারা দক্ষিণ আফ্রিকা ১০০ রানও করতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে পেসার ভার্নন ফিলেন্ডারের ২২ রান ছাড়া দক্ষিণ আফ্রিকার বাকি দশ ব্যাটসম্যানের কেউই টপকাতে পারেনি কুড়ি রানের কোঠা।

সব মিলে ৭৩ রানে অল আউট সফরকারী দল। লঙ্কানরা তিনদিনেই জিতে নেয় গল টেস্ট।

দিলরুয়ান পেরেরা একাই তুলে নেন ৬ উইকেট। আরেক অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ নেন ৩ উইকেট।

আগামী ২০ জুলাই কলোম্বোয় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়েও পারলো না লিটনকে ফর্মে ফেরাতে!
‘লিটন বিশ্বমানের ক্রিকেটার’
আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
টিভিতে আজকের খেলা
X
Fresh