logo
  • ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৬

পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনে যেভাবে আপ্যায়ন করা হলো বাংলাদেশ দলকে (ভিডিও)

ছবি: সংগৃহীত
বাংলাদেশ দল দ্বিতীয় দফা পাকিস্তান সফর করছে এক টেস্টের জন্য। প্রথম দফায় নিরাপত্তার জালে মোড়ানো বাংলাদেশ দল বেরই হতে পারেনি হোটেল থেকে।

দ্বিতীয় দফা সফরে রাওয়ালপিন্ডি পা রেখেই নিমন্ত্রণ পায় পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভির। সাদরে গ্রহণ করে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার অনুশীলন শেষে পাকিস্তান রাষ্ট্রপতির বাসভবনে হাজির হয় বাংলাদেশ দলের সদস্যরা। সঙ্গে ছিল কোচিং স্টাফ আর টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দল একাই দাওয়াত পায়নি, দাওয়াত পায় পাকিস্তান দলও। 

বুধবার দিনভর পাকিস্তানি গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, বাংলাদেশ দলকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি।

তবে মধ্যাহ্ন ভোজ নয়, এদিন সন্ধ্যায় ইসলামাবাদের রেড জোনের রাষ্ট্রপতির বাসভবন আইওয়ান ই সাদারে উপস্থিত হয় সফরকারীরা। এসময় চা পান করানো হয়েছে অতিথিদের। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

শুক্রবার শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্ট। এই টেস্টের আগে পাকিস্তানের রাষ্ট্রপতি বাস ভবনের গরম চা হয়তো উষ্ণতাই ছড়াবে আগামী পাঁচ দিন।

এমআর/ওয়াই

RTV Drama
RTVPLUS
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়