• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

নিরাপত্তা নয় পারফরমেন্স নিয়ে ভাবছি: মাহমুদুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ১৫:০৭
নিরাপত্তা পারফরমেন্স মাহমুদুল্লাহ
ছবি- সংগৃহীত

আজকের দিনটা পার হবার বাকি, আগামীকাল ২২ জানুয়ারি ধরতে হবে পাকিস্তানের পথ। ২৪ জানুয়ারি আবার মাঠে নেমে যেতে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য।

ভ্রমণ ক্লান্তি দূর করারও খুব একটা সময় পাবেন না মাহমুদুল্লাহ রিয়াদরা। অনুশীলনের সময়ও নাই প্রথম ম্যাচের আগে।

তাই ঘরের মাঠে যতটা পারা যায় নিজেদের ঝালিয়ে নিয়েছে তামিম-মুস্তাফিজরা। এই প্রস্তুতি দিয়েই লড়তে হবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে।

যদিও র‌্যাংকিংটা খুব বেশি ভাবাচ্ছে না টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহকে। সফরের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে তেমনটাই জানালেন অধিরায়ক।

যদিও বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টির র‌্যাংকিংটা আকাশ-পাতাল তফাৎ।

‘র‌্যাংকিং তো অন্য কথাই বলে। তারা এক নম্বরে, আমরা নয় নম্বরে। তারা টি-টোয়েন্টিতে নিয়মিতই ভালো খেলে আসছে। কিন্তু আমরা বিগত কয়েকটি সিরিজে ভালো খেলেছি। আশা করছি আমরা ভালো খেলতে পারব এবং সিরিজ জেতারই চেষ্টা করব।’

পাকিস্তান সফর ইস্যুতে নিরাপত্তার ব্যপারটা স্বাভাবিকভাবেই সামনে চলে আসে। জানা গেছে, বাংলাদেশ দলের জন্য থাকবে ১০ হাজারেরও বেশি নিরাপত্তা-কর্মী। নিরাপত্তার চাপটা খেলায় প্রভাব ফেলবে কী না এমন প্রশ্নে রিয়াদ জানালেন, নিরাপত্তা নিয়ে ভাবছে না তার দল।

‘এই মূহূর্তে আমি এসব নিয়ে ভাবছি না আর, আমাদের দলে যারা আছে তারাও ভাবছে না এসব নিয়ে। যেহেতু এটার সিদ্ধান্ত হয়ে গেছে। তাই আমরা এখন শুধু খেলার কথাই ভাবছি। সেখানে গিয়ে কিভাবে ভালো খেলা যায় আর জেতা যায়।’

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
পাথরঘাটায় সাইবার নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
‘উপজেলা নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে’
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
X
Fresh