• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

দাপুটে ব্যাটিংয়ে লিটনের শতক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০২০, ১৬:১৪
লিটন
ছবি- সংগৃহীত

দাপুটে ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন লিটন দাস। ১১৬ বলে ১০২ রান করে অপরাজিত আছেন ডান-হাতি এই ওপেনার।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে যায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে তামিম ইকবালকে নিয়ে ১৮৩ রানের ওপেনিং জুটি গড়েন লিটন।যা ২১ বছর আগে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ওপেনিং জুটির রেকর্ড টপকে গেছে।

এদিন অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা।

জিম্বাবুয়েকে আগের দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতলেই শন উইলিয়ামস-ব্রেন্ডন টেইলরদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস, তামিম ইকবাল খান, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

থিনাসে কামুনহুকামওয়ে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, তিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড টিরিপানো, চার্লটন শুমা ও কার্ল মুম্বা।

এসএস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh