• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

জিম্বাবুয়ের বোলিং তোপে আকবররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৪
জিম্বাবুয়ের বোলিং তোপে আকবররা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের উষ্ণ সংবর্ধনার রেষ এখনও কাটেনি আকবর-শরিফুলদের। তার আগেই নামিয়ে দেয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলতে।

মঙ্গলবার প্রথম দিন বোলিংয়ের সময় সাইড লাইনে দাঁড়িয়ে একজন বলছিলেন, আরও কয়টা দিন থেকে আসলে মনে হয় ভালো হতো।

প্রথম দিনের পুরো সময়াটাই ব্যাট করে জিম্বাবুয়ে। দিন শেষে ৭ উইকেটে তোলে ২৯১ রান। বলা যায়, ব্যাটিংয়ে ভালোই প্রস্তুতি সেরেছে সফরকারীরা।

বুধবার দ্বিতীয় দিনে আর ব্যাটিং করেনি জিম্বাবুয়ে। বিসিবি একাদশ তাই শুরু থেকেই সুযোগ পেয়েছে ব্যাটিংয়ের।

কিন্তু কাজে লাগাতে পারেনি সেটা। নাঈম শেখ আর পারভেজ হোসেনের জুটি ভাঙে মাত্র ২০ রানে নাঈমের ১১ রানে বিদায়ে।

এরপর মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ।

এর মধ্যে ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে থাকা মাহমুদুল হাসান জয় (১), শাহাদাত হোসেন (২) ও আকবর আলী (১)।

বিরতিতে যাবার আগে ভালো ইনিংসের ইংঙ্গিত দিয়েও ব্যর্থ হোন পারভেজ হোসেন ইমন। তার ব্যাটে আসে ৬৬ বলে ৩৪ রান।

এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৭ রান। তানজিদ হোসেন ৫৫ ও আল আমীন অপরাজিত আছেন ৪৯ রানে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিশ্বকাপ জয়ের দিনে সেঞ্চুরি করে যা বললেন হৃদয়
X
Fresh