• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মালিঙ্গার শেষের শুরু তামিমকে দিয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৯, ১৯:৫৪
মালিঙ্গার শেষের শুরু তামিমিকে দিয়ে
ছবি- সংগৃহীত

এই ম্যাচটা খেলেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন লঙ্কান কিংবদন্তী বোলার লাসিথ মালিঙ্গা। ঘরের মাঠে খেলে অবসর নিবেন বলেই বিশ্বকাপে অবসর নেননি এই ৩৫ বছর বয়সী ডান-হাতি পেসার।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নেমেছেন দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ। ইয়র্কার মাস্টার খ্যাত মালিঙ্গার বিদায়ী ম্যাচ দেখার জন্য কানায় কানায় পূর্ণ প্রেমাদাসার গ্যালারি।

ভরা গ্যালারিতে মালিঙ্গার অবসরটা বোধহয় দুর্দান্তই হবে। তারই ইঙ্গিত দিলেন ইনিংসের প্রথম ওভারেই।

-------------------------------------------------------------
আরো পড়ুন: বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা
-------------------------------------------------------------

শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাট করে ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে। জবাবে ব্যাট করতে নেমে মালিঙ্গার তোপে দাঁড়াতেই কষ্ট হয়ে গেছে তামিম ইকবালের। ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে সাজঘরে।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: দ্বীমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেট-রক্ষক), আভিশকা ফার্নান্দো, কুলস মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
X
Fresh