• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় নিজের ভবিষ্যৎ জানেন না হাথুরু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৯, ১৯:৫৮

২০১৪ সালের মে থেকে প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশের কোচের দায়িত্ব পালনের পর হাল ধরেন নিজের দেশের। ২০১৭ সালের শেষ দিকে লঙ্কানদের দায়িত্ব বুঝে নেয়ার পরই ফিরে আসেন বাংলাদেশে। দেড় বছর পর আবারও সামনে বাংলাদেশ। বিশ্বকাপে ব্যাপক ভরাডুবির পর গুঞ্জন শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে বাদ পড়ছেন চন্ডিকা হাথুরুসিংহে।

আগামী ২৬ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই। তার আগে মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগের বিকেলে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার কোচ ও অধিনায়ক।

টাইগারদের বিপক্ষে লঙ্কানদের ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মাত্র তিন ম্যাচের জন্য এত বিশাল স্কোয়াড কেন ঘোষণা হলো এমন প্রশ্ন রাখা হয় স্বাগতিক কোচের সামনে।

হাথুরুসিংহে বলেন, নির্বাচকরা ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন। অনুশীলন ম্যাচকে কেন্দ্র করেই এমন বিশাল স্কোয়াড ঘোষণা করা হয়। আগামীকালের মধ্যে (মঙ্গলবার) এটি ১৫ সদস্যে কমিয়ে আনা হবে।

শ্রীলঙ্কা দলের ভবিষ্যৎ নিয়ে সরাসরি হাথুরুর কাছেই প্রশ্ন করা হয়, এটি কি আপনার শেষ সিরিজ?

জবাবে ৫০ বছর বয়সী এই কোচ হেসে উত্তর দিয়ে বলেন, আমি আসলে কিছু জানি না। কেউ আমাকে এই বিষয়ে কিছু বলেনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
X
Fresh