• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুতি ম্যাচেও গতির পরীক্ষা টাইগারদের

স্পোর্টস ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৯

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার অপেক্ষা টেস্ট সিরিজের। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।

লিঙ্কলনের বার্ট সাচলিফ ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে শুরু হবে গা গরমের ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের পেসারদের নেতৃত্বে থাকছেন অ্যাডাম মিলনের মতো বোলাররা। ২৬ বছর বয়সী এই পেসার এখনও সুযোগ পাননি জাতীয় দলের হয়ে টেস্ট খেলার। এছাড়াও আছেন ব্ল্যাক কোবার্ন, বেন লকরস, অ্যাড নুশালের মতো পেসাররা।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে আছেন-

বারাত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু (উইকেট রক্ষক), ব্ল্যাক কোবার্ন, আন্দ্রে ফ্লেচার, নিক কেলি, বেন লকরস, কেন ম্যাকলুর, অ্যাডাম মিলনে, অ্যাড নুশালে, ডেল পিলিপস ও বেন সেরাস।

বাংলাদেশ টেস্ট দল: মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh