• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জরিমানা গুণতে হচ্ছে রিয়াদ-বোল্টকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪

অপেশাদার আচরণে আইসিসি’র আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুণতে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আর ট্রেন্ট বোল্টকে। এ যে কাটা গায়ে নুনের ছিটা। একে তো টানা দুই ম্যাচে হার টাইগারদের, তার উপর যুক্ত হল জরিমানাসহ ডিমেরিট পয়েন্ট।

নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর ক্রাইস্টচার্চের হেগলি ওভালেও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

দলের অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আশানুরূপ খেলতেও পারছেন না মাহমুদুল্লাহ। তাতে হয়তো বিরক্ত হয়েই ভেঙেছেন আচরণ বিধি।

গতকাল শনিবার ক্রাইস্টচার্চে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরার পথে ব্যাট দিয়ে আঘাত করেন বাউন্ডারি লাইনে।

অন্যদিকে ট্রেন্ট বোল্ট ফিল্ডিং করার সময় বাজে শব্দ উচ্চারণ করে ভঙ্গ করেন আইসিসি’র আইন।

দুটি ভিন্ন অভিযোগে দুই জনকেই শাস্তি দিয়েছে আইসিসি। আজ রোববার প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি’র কোড অব কন্ডাক্ট ২.২ অনুযায়ী মাহমুদুল্লাহ রিয়াদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ১০ শতাংশ আর ২.৩ অনুযায়ী বোল্টের জরিমানা করা হয়েছে ১৫ শতাংশ।

শুধু ম্যাচ ফি’র অংশই কেটে নেয়নি, তাদের নামের পাশে যুক্ত হয়েছে ১টি করে ডিমেরিট পয়েন্টও।

আইসিসি’র এমন অভিযোগ অবশ্য দুজনই স্বীকার করে মেনে নিয়েছেন জরিমানা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh