• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পরিকল্পনা কাজে না লাগাটাই সমস্যা: সাব্বির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৬

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার আগেই জাতীয় দলে সাব্বির রহমান। এ নিয়ে হৈচৈ কম হয়নি গণমাধ্যমে। সেটা হবারই কথা। নির্দিষ্ঠ সময়ের আগেই তার দলে ফেরাটা ভালোভাবে নেয়ার কথা না কারোরই। কিন্তু সাব্বির ঠিকই গেলেন নিউজিল্যান্ড। খেলেছেনও প্রথম দুই ম্যাচে।

দলের বাকি ব্যাটসম্যানরা যেখানে নিজের নামের সুবিচার করতে ব্যর্থ, সেখানে সাব্বির প্রমাণ করছেন নিজেকে। আজ ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন তিনিও।

দলীয় একশ রান করার আগে যখন পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা টিম বাংলাদেশ, তখন মোহাম্মদ মিঠুনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ৭৫ রানের। এরপর মেহেদী মিরাজের সঙ্গে ২২ আর সাইফউদ্দিনের সঙ্গে ১৬ রানের।

কিউই পেসারদের গতি আর সুইংয়ের সামনে ৬৫ বল খেলে করেছেন ৪৩ রান। তার ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি।

তার এই ইনিংস দলের বিপর্যয়ে কিছুটা স্বস্তি দিলেও আজকের দিনটা বাংলাদেশের জন্য অস্বস্তির। কেন না, নেপিয়ারের প্রথম ওয়ানডের মতো ক্রাইস্টচার্চেও টাইগাররা হেরেছে ৮ উইকেটে।

এমন দুর্দশার কারণ কি? সাব্বির বলছেন ব্যাট করতে তার কোনও সমস্যা হয়নি। সমস্যা ভুল শট খেলানোয়।

‘আমি তো কোনও সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে আর আমরা কিছু শট ভুল খেলেছি। যার কারণে উইকেট দিয়ে এসেছি তাড়াতাড়ি। আশা করছি শেষ ম্যাচে এমনটা হবে না। ভুল শুধরে পরের ম্যাচে ভালো করব।’

পরের ম্যাচটা হারলেই হোয়াইটওয়াশ। ২০১৬ সালেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল টাইগারদের। তাহলে কি সমস্যা কন্ডিশনে?

‘কন্ডিশনের সঙ্গে যে একদমই মানিয়ে নিতে পারছি না, তা না। সবই ঠিক আছে শুধু পরিকল্পনাটা কাজে লাগছে না ঠিকঠাক। পরের ম্যাচে যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে সবাই তাহলে অন্তত হোয়াইটওয়াশ ঠেকিয়ে ব্যবধানটা ২-১ করতে পারব। এ নিয়ে আমাদের বসতে হবে। বের করতে হবে ভুলটা আসলে কোথায় হচ্ছে। প্ল্যান যেটাই হোক আমরা চেষ্টা করব অনুশীলনে ঠিক করে ফেলতে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh