• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

গোলাপি বলে বিবর্ণ বাংলাদেশ

যেন প্রথম ইনিংসেরই প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৯, ১৯:০৭
যেন প্রথম ইনিংসেরই প্রত্যাবর্ত
ছবি- সংগৃহীত

টপাটপ উইকেটের বৃষ্টি যেন থামার নয়। পাঁচদিনের টেস্ট দুই দিনেই বুঝি শেষ হয়ে যাবে এবার! ইন্দোরে কোনোমতে তিন দিন পার করতে পারলেও ইডেনের কৃত্রিম আলো দুদিনেই নিভেয়ে দেয়ার প্রতিযোগিতায় যেন নেমেছেন মুমিনুল-সাদমানরা। স্কোরবোর্ডের যে অবস্থা তাতে বোধ হয় আজই শেষ হয়ে যাবে কলকাতা টেস্ট।গোলাপি বল বুঝে ওঠার আগেই বোধ হয় ব্যাগ প্যাক করে ধরতে হবে দেশের বিমান।

প্রথম দিনে ৩০ ওভার তিন বলে ১০৬ রান তুলতেই শেষ হয়ে যায় প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত শতকে ৩৪৭ রান তুলে আজ সন্ধ্যায় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাতে ২৪১ রানের লিড দাঁড়ায় বাংলাদেশের সামনে।

২৪১ রান টপকে যে লিড দিবে সেখানে টপাটপ উইকেট দিয়ে টাইগাররা শুরু করেছে দ্বিতীয় ইনিংস।

ওপেনার সাদমান ইসলাম প্রথম ওভারেই ইশান্ত শর্মার বলে ফেরেন শূন্য রানে। তৃতীয় ওভারের শেষ বলে আবারও ইশান্তের আঘাত। প্রথম ইনিংসে শূন্য করা বাংলাদেশ অধিনায়ক এই ইনিংসেও খুলতে পারেননি রানের খাতা।

মোহাম্মদ মিঠুন ১২ বলে ৬ রান করে বিদায় নেন উমেশ যাদবের বলে। ইমরুল কায়েস দশ রানের কোটাই পার করতে পারেননি দুই ইনিংস মিলে। প্রথম ইনিংসে চার রানের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ রান।

উইকেটে থিতু হবার চেষ্টা মুশফিক-রিয়াদের। দুজন মিলে তিন দিনে নিয়ে যেতে পারবেন তো গোলাপি বলের এই ঐতিহাসিক টেস্ট!

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh