logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

দিন রাতের টেস্টের আগে ফ্লাড লাইটে অনুশীলন একবারই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ নভেম্বর ২০১৯, ১২:১৫ | আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১২:২৯
India vs Bangladesh
ছবি- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বর্তমানে কলকাতায় অবস্থান করছে টাইগাররা। ঐতিহাসিক টেস্ট খেলতে নামার আগে কলকাতায় একবারই ফ্লাড লাইটে অনুশীলন করার সুযোগ পাচ্ছে দুই দল।

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে নামার আগে ইন্দোর থেকে মঙ্গলবার দুপুরে কলকাতায় এসে পৌঁছায় মুমিনুল হক নেতৃত্বাধীন দলটি। ভারতীয় দল ধাপে ধাপে এলেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা এসেছেন একই সঙ্গে। 

মঙ্গলবার সকালে এসেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিকেলে পৌঁছান কোচ রবি শাস্ত্রীসহ ভারতীয় দলের একাধিক ক্রিকেটার। বাংলাদেশ দলের সঙ্গে একই বিমানে ভারতীয় দলের ক্রিকেটাররা কলকাতায় নামেন। 

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা থেকে ইডেনে গোলাপি বল হাতে অনুশীলনে অংশ নেয় মুশফিকুর রহিম-আবু জায়েদ রাহীরা। 

বৃহস্পতিবার সফরকারীদের অনুশীলন হবে ফ্লাড লাইটের আলোয়। এদিকে বুধবার বিকেলে ইডেনের ফ্লাড লাইটে অনুশীলন করবে বিরাট কোহলির দল। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার অনুশীলন সকালে। 

ওয়াই/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশের ভারত সফর এর সর্বশেষ
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়