• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্যটা বড় দিতে পারেনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ নভেম্বর ২০১৯, ২১:২৩
স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
ছবি- সংগৃহীত

শুরুটা অসাধারণ দুই টাইগার ওপেনারের ব্যাটে। রাজকোটের ব্যাটিং সহায়ক উইকেটে লিটন দাস-নাঈম শেখ মিলে স্বাগতিক বোলারদের একরকম কচুকাটা করেছেন প্রথম ছয় ওভারে। পাওয়ার-প্লেতে আসে ৫৬ রান।

এর ভেতর অবশ্য লিটন দাস জীবন পান একবার। ৫ ওভার ৩ বলের মাথায় যুজবেন্দ্র চাহালের বলে স্ট্যাম্পিং হয়ে যখন সাজঘরে ফিরছেন লিটন, তখন থার্ড আম্পায়ার কল ‘নট আউট’। এর কারণ, বল স্ট্যাম্পের পেছনে যাবার আগেই রিষভ পন্থ স্ট্যাম্পিং করেছেন।

বেঁচে গিয়ে পরের দুই বলে টানা দুই চার মারেন লিটন। এরপর ৬ ওভার ৩ বলের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেও রোহিত শর্মা মিস করেন ক্যাচ।

তবুও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে এই ডান-হাতি ওপেনার। শেষ পর্যন্ত ৭ ওভার দুই বলের মাথায় ব্যক্তিগত ২৯ রানে রান আউট হয়ে ফেরেন সাজঘরে।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে দু’দল।

দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার আর নাঈম শেখ মিলে যোগ করেন ২৩ রান। যদিও ৩১ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন নাঈম।

মুশফিকুর রহিম তার সহজাত খেলাটা শুরুর আগেই ক্যাচ তুলে বিদায় নেন চাহালের বলে। গত ম্যাচে ৬০ রানে অপরাজিত থাকা মুশির ব্যাটে আসে আজ মাত্র ৪ রান।

সৌম্য সরকার তুলতে থাকেন দ্রুত রান। কিন্তু আঁটকে যান চাহালের ঘূর্ণি জাদুতে। দলীয় ১০৩ রানের মাথায় ২০ বলে ৩০ রান করে বিদায় নেন এই বাঁহাতি।

এরপর আফিফ হোসেন আর মাহমুদউল্লাহর জুটিতে রান আসছিল ঠিকঠাক। কিন্তু ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন রোহিত শর্মার হাতে। আফিফের ব্যাটে আসে ৮ বলে ৬ রান।

দলের বিপর্যয়ে মোসাদ্দেক হোসেনকে নিয়ে হাল ধরার চেষ্টা টাইগার অধিনায়কের। এই জুটি থেকে আসে কেবল ১৪ রান। দীপক চাহারের বলে ক্যাচ দিয়ে ৩০ রানে ফেরেন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টিতে ১০৭ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতে এসে মোসাদ্দেক টেস্টের অনুশীলনটাই করে নিলেন বোধহয়। ৯ বলে করেন ৭ রান। আমিনুল ইসলাম করেন ৫ বলে ৫ রান।

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান।

ভারতের হয়ে ২ উইকেট নেন চাহাল। এছাড়া ১টি করে উইকেট নেন চাহার, খলিল আহমেদ ও ওয়াশিংটন।

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শুভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh