• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

জসপিনের হ্যাটট্রিকে ফাইনালে বুরুন্দি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৫৬
BAGABANDHU GOLDCUP

শিমরিমানা জসপিনের হ্যাটট্রিকে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল নিশ্চিত করল বুরুন্দি। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তপু-ইয়াসিনদের অভাবটা হারে হারে টের পেলেন বাংলাদেশ কোচ জেমি ডে। শুরুতেই মতিন মিয়ার চোট হতাশা বাড়ায় স্বাগতিক গ্যালারিতে। ৪ মিনিটে হ্যামিস্ট্রংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন গত ম্যাচের জয়ের নায়ক।

এরপর বেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৪৩ মিনিটে ঝটিকা আক্রমণে বাংলাদেশের দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে গাবনজিজা ব্যালেনচার্ডের পাস থেকে গোল করে বুরুন্দিকে এগিয়ে দেন শিমরিমানা জসপিন।

প্রথমার্ধের শেষ মুহুর্তে আবারও জসপিনের হেডে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বুরুন্দি। দ্বিতীয়ার্ধ্বে মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষ সীমানায় কাঁপন ধরান জামাল, সুফিল, সাদরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদে ব্যর্থ হয় স্বাগতিকরা।

৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বুরুন্দির জয় নিশ্চিত করে ফেলেন জসপিন। বাকি সময় আর গোল না হওয়ায় প্রথমবার অংশ নিয়ে ফাইনালে ওঠার আনন্দে মাতে বুরুন্দি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh