logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৯০৭ জন, সুস্থ হয়েছেন ২০৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিন শুরু জুলিওর

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৩ জানুয়ারি ২০২০, ১২:৪৪ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১২:৫০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক জুলিও সিজার। 

দুই দিনের সফরে আসা এই ফুটবলার বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে পৌঁছালে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় এসেছেন ইন্টার মিলানের সাবেক এই তারকা। 

জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রথমবারের মতো বাংলাদেশে আসা জুলিও সিজার।

দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনবাংলা ফুটবল দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন জুলিও।  

বিকেলে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হবার কথা রয়েছে এই তারকা গোলরক্ষকের। এর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির হবেন তিনি। এসময় বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ-বুরুন্দির দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে উপস্থিত থাকবেন ৪০ বছর বয়সী জুলিও।

চলমান এই ৬ জাতীর আন্তর্জাতিক টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে বুধবার ঢাকায় পৌঁছান ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই গোলরক্ষক।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬০৫০৭ ১৫০৪৩২ ৩৪৩৮
বিশ্ব ২০০৩৬৪৭২ ১২৯০৭৫২৯ ৭৩৪১৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর সর্বশেষ
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়