• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ঢাকাকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৮:৩১

ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট ও ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফেলে বন্দর নগরীর দলটি।

দলের হয়ে ক্রিস গেইল ৪৯ বলে ৩৮, জিয়াউর রহমান ১২ বলে ২৫, ইমরুল কায়েস ২২ বলে ৩২ রান করেন।

১৪ বলে ৩৪ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ ও ১০ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন চাদউইক ওয়ালটন।

ঢাকার হয়ে শাদাব খান দুটি ও মাহাদী হাসান একটি উইকেট তুলেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়তে হয় প্লাটুনদের। শেষদিকে শাদাব খানেও ৬৪ ও থিসারা পেরারার ২৫ রানের ওপর ভর করে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে মাশরাফি বিন মুর্চার দল।

৪ ওভার বল করে মাত্র ২৩ রানে তিন উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রামের ক্যারিবীয় অলরাউন্ডার রায়াদ এমরিত।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট
X
Fresh