• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির বাঁহাতে ১৪ সেলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০২০, ২৩:৫৮
বিপিএল মাশরাফি ১৪ সেলাই

ইনজুরি আর মাশরাফি বিন মুর্তজা যেন একই সুতোয় গাঁথা। বারবার ডাক্তারের ছুরি-কাঁচির নিচে গিয়েছেন বটে কিন্তু থেমে যাননি। বরং ঘুরে দাঁড়িয়েছেন বারবার।

আজ ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে আবারও ইনজুরিতে পড়েছেন নড়াইল এক্সপ্রেস। বাঁহাতে লেগেছে ১৪টি সেলাই।

ঘটনা ম্যাচের একাদশতম ওভারে। মেহেদী হাসানের বলে কাভারে রাইলি রুশোর ক্যাচ নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি।

ক্যাচ হাতে জমাতে না পারলেও বলের আঘাতে ব্যথায় কাতরে ছেড়েছেন মাঠ। কিছুক্ষণ পর জানা যায়, অধিনায়কের বাঁহাতে লেগেছে ১৪টি সেলাই।

ঢাকা ক্যাপ্টেনের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার আহসানুল্লাহ হাসান। এছাড়া ঢাকা দলের পক্ষে সংবাদ সম্মেলনে আসা এনামুল হক বিজয়ও কথা বলেছেন তাকে নিয়ে।

‘ভাইয়ের হাতে ১০টার বেশি সেলাই লেগেছে। অনেকখানি কেটে গেছে, এই টুর্নামেন্টে তার পক্ষে আর খেলা সম্ভব হবে না বোধহয়।’

এদিকে মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অন্তত ১০ দিনের মতো বিশ্রামে থাকতে হবে মাশরাফিকে।

অর্থাৎ এলিমিনেটর রাউন্ডে শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্লাটুন অধিনায়ক মাশরাফিকে নিয়ে রয়েছে শঙ্কা।

ইনজুরির কারণে বিশ্বকাপ পরবর্তী শ্রীলঙ্কা সিরিজও খেলতে পারেননি মাশরাফি। প্রায় পাঁচ মাস বিরতি দিয়ে বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ফিরেছিলেন ক্রিকেটে।

পি

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
X
Fresh