• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামের জয়, টানা চার হার সিলেটের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩
চট্টগ্রমামের জয়, টানা চার হার সিলেটের
ছবি- সংগৃহীত

এ নিয়ে টানা চার ম্যাচে হারলো সিলেট থান্ডার। ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতে গেল হারতে হারতে। গেল চার ম্যাচের তুলনায় এই ম্যাচেই কিছুটা প্রতিরোধ গড়ে সিলেট, তাতেও শেষ রক্ষা হয়নি নুরুল হাসান সোহানের ব্যাটে।

চট্টগ্রাম পর্বের শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট করতে নেমে গত তিন ম্যাচের মতোই ব্যাটিং করেছে থান্ডার্সের ব্যাটাররা। ওপেনার রনি তালুকদার ২ রানে ফিরলেও আন্দ্রে ফ্লেচার করেন ৩২ বলে ৩৮ রান। এটিই সিলেটের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

এরপর টানা ব্যাটিং ব্যর্থতা। তার মাঝে দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন করেন ৩০ রান। তাতে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলতে পারে দলটি। চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন মেহেদী হাসান রানা। ২ উইকেট নেন রুবেল হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ওপেনার লেন্ডেল সিমন্স খেলেন ৩৭ বলে ৪৪ রানের ইনিংস। সিমন্স একপ্রান্ত আগলে রাখলেও টানা চার ব্যাটসম্যান পারেননি দশ রানের কোটা পার করতে।

শেষ ভরসা ছিলেন নুরুল হাসান সোহান। ক্যাসরিক উইলিয়ামসকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে জিতে নেন ম্যাচ। সোহান অপরাজির থাকেন ৩৭ (২৪) রানে। উইলিয়ামসও করেন অপরাজিত ১৮ রান।

সিলেটের হয়ে ৩ উইকেট নেন ক্রিশমার সান্টোকি। ১টি করে উইকেট নেন এবাদত ও দেলওয়ার হোসেন।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট
X
Fresh