logo
  • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

মুশফিকের কাছে বৃষ্টি কোনো অজুহাত নয়

আরটিভি নিউজ
|  ২১ জুলাই ২০২০, ২২:৩৮ | আপডেট : ২১ জুলাই ২০২০, ২৩:৫৩
Rain is no excuse for Mushfiqur
ছবি- বিসিবি
তৃতীয় দিনের মতো হোম অব ক্রিকেট মিরপুরের শের ই বাঙলা স্টেডিয়ামে অনুশীলন করেছে মুশফিকরা। গত রোববার থেকে দেশের চার ভেন্যুতে ৯ ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন, তৃতীয় দিনে এসে যোগ দিয়েছেন আরও দুইজন।

এই ১১ জনের সবাই স্বাস্থ্যবিধি মেনেই যোগ দিয়েছেন অনুশীলনে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারি বর্ষণও। মুশলধারে বৃষ্টিও তাদের অনুশীলন থামাতে পারেনি।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মাঠে এসেছিলেন দেশের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইনডোরে ব্যাটিং করেছেন অন্যদিনের মতো ঘণ্টা খানিক।

তার আগে জিম করেছেন তবে মাঠে নামেন রানিং করতে বৃষ্টি মাথায় নিয়ে। মুশফিক তাতেও থেমে যাননি বরং নিজের কাজের সঙ্গে উপভোগ করেছেন বৃষ্টিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টিতে রানিং সেশনের একটি ভিডিও পোস্ট করেছেন মুশফিক। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, বৃষ্টি..! কোন অজুহাত নয়..শুধু প্রস্তুত হও এবং দৌড়াও।

মুশফিকের মতো মিরপুরে আজ অনুশীলনে আসেন পেসার শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা।

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়