• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সুপার সাবে কপাল পুড়ল ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১১:১৮
manchester-united-vs-southampton rtv online
ছবি-সংগৃহীত

২০১৪ সালের ১৩ জুলাই দিনটি কোনও দিনও ভুলবে না আর্জেন্টিনা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল তুলে জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মারিও গোৎসে। ছয় বছর পর ঠিক একই দিনে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবধান গড়েছেন এক আইরিশ ফুটবলার। আন্তর্জাতিক কোনও ম্যাচ নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে নিশ্চিত জয়ের ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। সাউদাম্পটনের ‘সুপার-সাব’ মাইকেল ওবাফেমির দেয়া গোলে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলসদের। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়তে হলো ম্যানইউকে।

সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামার আগে তিন নম্বরে ওঠার সুযোগ ছিল ইউনাইটেডের। যদিও অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর গোলে শেষ পর্যন্ত পাঁচ নম্বরেই থাকতে হলো।

ওল্ড ট্র্যাফোর্ডে আশা জাগিয়েও পয়েন্ট টেবিলের তিন নম্বরে ওঠা হলো না ম্যান ইউর। প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ করে সাউদাম্পটন। ম্যাচের ১২ মিনিটে স্ট্রুয়ার্ট আর্মস্ট্রংয়ের গোলে এগিয়ে যায় সফরকারীরা।

ম্যাচের ২০ মিনিটে সমতায় ফেরান মার্কস র‌্যাশফোর্ড। ‌তিন মিনিট পর অ্যান্থনি মার্সিয়ালের নৈপুণ্যে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৭ মিনিটের মাথায় বদলি হিসেবে মঠে নামেন ওবাফেমি। বাড়তি সময় কর্নার থেকে ইয়ান বেডনারেকের ফ্লিকে বল পেয়ে জাল খুঁজে নেন এই আইরিশ ফরোয়ার্ড। এতে হাতছাড়া হয়ে যায় ইউনাইটেডের তিনে ওঠার সুযোগ। পাশাপাশি ২০২০/২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা কঠিন হয়ে গেলো।

ম্যাচের পর ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্টে ইংলিশ লিগে পঞ্চম স্থানেই রইল ওলে গুনার সুলশারের শিষ্যরা। সমান ম্যাচে সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থাকা লেস্টার সিটি রয়েছে চার নম্বরে। অন্যদিকে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি।

ওয়াই‌

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh