logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেট ফিরছে শ্রীলঙ্কায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ০৯ জুলাই ২০২০, ১৫:৫৬ | আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৬:৩৭
Cricket is returning to Sri Lanka with T20
ছবি- সংগৃহীত
দীর্ঘ চার মাস পর আগামী মঙ্গলবার থেকে দর্শক শূন্য মাঠে শুরু হবে আন্তঃক্লাব টি-টোয়েন্টি আসর। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শুরু হয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপরই রয়েছেন পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের সমান ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ।

বসে নেই শ্রীলঙ্কাও। দেশটিতে করোনায় আক্রান্ত রোগী আর মৃতের সংখ্যা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় একেবারেই কম। তাই দেশটির ক্রিকেট বোর্ড গত মাসেই শুরু করার জন্য আমন্ত্রণ জানায় ক্রিকেটারদের।

অনুশীলনও শুরু হয়, উদ্দেশ্য ছিল বাংলাদেশ আর ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। যদিও সিরিজ দুটি স্থগিতের ঘোষণা দেয়া হয়ে গেছে। কিন্তু কবে নাগাদ সিরিজ দুটি মাঠে গড়াবে সেটি বলা হয়নি। তাই বসে না থেকে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির আসর।

এনিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, আমরা ক্রিকেটার ও অফিসিয়ালদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিব। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি আসর।

উল্লেখ্য গতকাল বুধবার পর্যন্ত শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮৪ জন এরিমধ্যে তুলে দেয়া হয়েছে লকডাউন।

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়