itel
logo
  • ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ২৯ জন, আক্রান্ত ৩২৮৮ জন, সুস্থ হয়েছেন ২৬৭৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ফুটবলেই নয়, ক্রিকেটেও বর্ণবাদ আছে: গেইল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ জুন ২০২০, ১৪:১৭ | আপডেট : ০২ জুন ২০২০, ১৪:৩০
Chris Gayle
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের শিকার হয়ে শ্বেতাঙ্গ পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর বিশ্বের নানা প্রান্তে ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে। ফুটবলাররা প্রায়ই এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসে। এবার ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা ক্রিস গেইল জানালেন ক্রিকেটেও বর্ণবাদ রয়েছে।

টেস্ট ক্যারিয়ারের ১০৩ ম্যাচ খেলেছেন। ৩০১টি ওয়ানডে ম্যাচে নেমেছেন দলের হয়ে। ক্যারিবিয়ানদের জার্সিতে ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে ১৯ হাজার ৩২১ রান রয়েছে গেইলের নামের পাশে।

কিংবদন্তি এই ব্যাটসম্যান বিশ্বের নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে বেড়াচ্ছেন। তার দাবি বিভিন্ন স্থানে তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়ে আসছেন।

টুইটার ও ইনস্টাগ্রামে এই ওপেনার বলেন, ‘সবার মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে। বিশ্ব ভ্রমণ করে আমিও বর্ণবিদ্বেষের শিকার হয়েছি। শুধু কৃষ্ণাঙ্গ বলেই আমাকে ভোগান্তি পোহাতে হয়েছে। বিশ্বাস করুন, তালিকাটা অনেক বিশাল।’

ইউনিভার্সেল বস খ্যাত এই ব্যাটসম্যান ভদ্র লোকের খেলা ক্রিকেটেও বর্ণবৈষম্যের বিষয়টি স্পষ্ট করছেন।

‘বর্ণবিদ্বেষ শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও রয়েছে। এমনকি দলের মধ্যেও এর প্রভাব পড়ে। দিনশেষে কৃষ্ণাঙ্গরাই শক্তিশালী ও গর্বিত।’

গেল সপ্তাহে  যুক্তরাষ্ট্রে মিনিয়াপলিসের এক পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরেন। আট মিনিটের উপর এ ভাবে হাঁটুর চাপে শ্বাসরোধে মৃত্যু হয় ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৫৯৬৭৯ ৭০৭২১ ১৯৯৭
বিশ্ব ১১১৯০৬৭৮ ৬২৯৭৯১০ ৫২৯১১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়