logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দুঃসময়ে মানুষের পাশে রোমান সানা 

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৮ মার্চ ২০২০, ১২:৫৩ | আপডেট : ২৮ মার্চ ২০২০, ১২:৫৯
coronavirus
রোমান সানা
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে কোয়ারেন্টিনে রয়েছেন রোমান সানা। কয়েকদিন আগেই ওয়ার্ল্ড আর্চারির পক্ষ থেকে সচেতনতামূলক ভিডিও বার্তাও দেন। করোনা থাবায় যখন স্থবির পুরো দেশ, ঠিক এমন সময় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন দেশ সেরা এই আর্চার।

ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্টে দুস্থদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোমান।

‘আমি রোমান সানা। বাংলাদেশ  আর্চার ফেডারেশনের একজন আর্চার। অধিকাংশ ক্রীড়াবিদই তারা তাদের সাধ্যমত সহায়তা করে যাচ্ছেন। আমরা ও চেষ্টা করছি। আমার মতো যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।’

বাংলাদেশ আনসার ও ভিডিপির এই অ্যাথলেট প্রশ্ন রেখেছেন সবার কাছে। 

‘করোনা নামক মহামারিতে নিমিষেই স্তব্ধ হয়ে গেছে নগরী। আপনার জীবনযাত্রা হঠাৎ আটকে গেছে চার দেয়ালের গণ্ডির ভেতর। কিন্তু তাতে কাদের জীবন পুরো এলোমেলো হয়ে গেলো তা একবারো ভেবে দেখেছেন কি? ভেবেছেন কি দিনমজুর রা ঘরে বন্দী থাকবে কিভাবে যদি না'ই জোটে তাদের দুবেলা খাবার?’

‘করোনার অন্ধকারে অনুদান হোক আলো’ নামে একটি ইভেন্ট লিংক  শেয়ার করেছেন রোমান সানা।

‘আমরা ঘর থেকে না বের হওয়ার জন্য তাদেরও আয় রোজগারের পথ প্রায় বন্ধ এখন। এই স্তব্ধ নগরীতে তারা জোগাতে পারছেনা একবেলা আহার। এজন্য এগিয়ে আসতে হবে আপনার, আমাদের এবং আমাদের সকলের। আপনার সামান্য অনুদান, মহামারীতে কারও কয়েক বেলার আহার। নিজেদের সেফটি ইস্যু মাথায় রেখে আমরা হেল্প করতে যাচ্ছি।’

ইভেন্ট লিংক  https://www.facebook.com/events/1212749742408095/

ওয়াই

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৫৮৯৭১২ ২৩৬৬৫৫১ ৩৪৭৯০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়