স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৪
ঘরের মাঠে ইতিহাস গড়া হলো না নেপালের

ছবি- সংগৃহীত
এছাড়া সন্দ্বীপ গাউন্ডের ৩৩, নাসিম খুসির ২৮ ও নাদিমের অপরাজিত ৬৯ (৯৬) রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে ওমান। এই ম্যাচে এক উইকেটও পাননি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। তবে ৪ উইকেট নিয়েছেন কারান, ৩ উইকেট নিয়েছেন সুসান বারি ও ১টি উইকেট নেন ডিপেন্দ্র সিং আইরি। ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেপালিদের দশাও ওমানের শুরুর মতো। দলীয় পাঁচ রানেই দুই ওপেনারের উইকেট হারায় স্বাগতিকরা। দুই নম্বরে ব্যাট করতে নেমে শারদ ভাস্কর তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তবে লম্বা করতে পারেননি ইনিংস। শেষ পর্যন্ত ১০৮ বলে ৫৫ রানে বোল্ড হোন আকিব ইলিয়াসের বলে। ভাস্করের বিদায়ের পর শুরু হয় ব্যাটিং ব্যর্থতা। শেষদিকে বিনোধ ভান্ডারির ২৬ (২৫) আর সন্দ্বীপ লামিচানের ২৭ বলে ২৮ রানের ইনিংস জয়ের সম্ভাবনা জাগালেও হারের ব্যবধানটাই কমেছে শুধু। ইতিহাস গড়ার দিন ওমানের কাছে ১৮ রানে হেরে মাঠ ছাড়ে ওয়ানডের নয়া স্বাগতিকে নাম লেখানো নেপাল। এমআর/ওয়াই